Homeখবরকলকাতাকলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

প্রকাশিত

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2023)। বুধবার হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন।

প্রতি বারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১২ তারিখ পর্যন্ত। দেশ-বিদেশের ছবি প্রদর্শিত হবে একাধিক প্রেক্ষাগৃহে। এই বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরিচালককে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহগুলিকে সাজানোর কাজও প্রায় শেষ। উদ্বোধনে বলিউড থেকে কারা কারা আসবেন, জোরদার আলোচনা চলছে তা নিয়ে। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকাদের মধ্যে শাহরুখ খান, সলমন খান, সোনাক্ষী সিংহ, জয়া বচ্চন, অনিল কপূরদের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। মনিরত্নম, অনুরাগ বসুর মতো পরিচালকরাও আসতে পারেন বলে জোর খবর।

এ বছরও কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এ দিনের সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এ ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, শান্তুনু বসু (ডিজি, কেআইএফএফ), পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, মিমি চক্রবর্তী, জুন মালিয়া এবং সোহম প্রমুখ।

করোনা মহামারির কারণে বিগত কয়েক বছর ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্যে ভাটা পড়েছিল। তবে, তার আগের সময়ের মতোই এ বছরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন: কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

সাম্প্রতিকতম

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...

আরও পড়ুন

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট জেনারেলের চিঠি

কলকাতা: সম্প্রতি শেষ হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ বর্ষের আন্তর্জাতিক ইতিহাস উৎসব।...

গার্ডেনরিচ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২

কলকাতা: রবিবার রাত ১২টা নাগাদ গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানে আচমকা ভেঙে পড়ে নির্মীয়মাণ পাঁচতলা একটি...

দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের নিয়ে ‘শারদীয়া’র ‘ফুলদোল’

শনিবার (২৩ মার্চ, ২০২৪) বিকেলে রাসবিহারী সিইএসসি-এর পাশে ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর ছাত্রছাত্রীদের...