বলিউডের একসময়ে জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী ছিলেন রবিনা ট্যান্ডন। বলিউডের ৯০ দশকের একজন সেরা অভিনেত্রী। খুব কম সময়ের মধ্যেই বলিউডে একটা শক্তপোক্ত জায়গা করে নিয়েছিলেন। ১৯৯১ সালে রুপোলি পর্দাতে ‘পাথুর কে ফুল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী রবিনা।
হঠাৎ সৌমিতৃষার ভোলবদলের কারণ কী? নেটিজেনদের কী বক্তব্য?
পড়ুন: হঠাৎ সৌমিতৃষার ভোলবদলের কারণ কী? নেটিজেনদের কী বক্তব্য?
তবে এইবার শোনা যাচ্ছে, ফের একসাথে স্ক্রিন শেয়ার করবেন রবিনা টন্ডন ও অক্ষয় কুমার। ১৯ বছর পর কাজ করবেন তাঁরা।
আসছে ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল। অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন একঝাঁক বলিউড তারকা। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু জঙ্গল’।
এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন সঞ্জয় দত্ত, আরশদ ওয়ার্সি, সুনীল দত্ত, দিশা পাটানি ও জ্যাকলিন। থাকবেন অক্ষয় কুমার। তবে, রবিনা টন্ডন ও অক্ষয় কুমারের স্ক্রিন শেয়ার নিয়ে খবর রটলেও তা তারকারা এখনও নিশ্চিত করেননি। ফলে, বাস্তবে সত্যিই তাঁরা কাজ করে কি না, তা সময় হলে জানা যাবে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

