Homeখবরকলকাতাআরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ময়দানের তিন প্রধানের সমর্থকেরা আবার পথে  

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ময়দানের তিন প্রধানের সমর্থকেরা আবার পথে  

প্রকাশিত

কলকাতা: ডুরান্ডে কাপে ডার্বি ম্যাচের দিন কলকাতা ময়দানের দুই প্রধানের সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়ায় ম্যাচ বাতিল করে দেয় রাজ্য পুলিশ। কিন্তু সমর্থকরা তাঁদের আন্দোলন থেকে পিছিয়ে যাননি। রবিবার ১৮ আগস্ট তাঁরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দলে দলে সমবেত হয়ে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ দেখান। সেখানে হাজির হয়েছিলেন তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং দলের সমর্থকরাও। পুলিশ বহু বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলে। কিন্তু তিন দলের সমর্থকরা সেই সব ভ্যান ঘেরাও করে রাখায় শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

কিন্তু তিন প্রধানের সমর্থকদের দমানো যায়নি। এরই মাঝে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের সমর্থকেরা আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফো প্রদর্শন করেন। টিফোতে লেখা ছিল, “হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!”

‘পথের দাবি’র মিছিল।

বৃহস্পতিবার তিন প্রধানের সমর্থকদের আবার একই দাবিতে পথে দেখা গেল। ডার্বি বাতিলের ১১ দিনের মাথায় আরজি করের কাণ্ডের প্রতিবাদে ফের মিছিলে পা মেলালেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে শুধু শহর কলকাতার ফুটবলপ্রেমীরাই নন, যোগ দেন বিভিন্ন জেলা থেকে আসা তিন প্রধানের সমর্থকরাও। কোরাস ছিল একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস।’

বিচারের দাবিতে আরও মিছিল, ধরনা, সাংবাদিক সম্মেলন

এদিন আরও অনেক সংগঠন আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে শহরে মিছিল করে, সাংবাদিক সম্মেলনের আয়োজন করে, ধরনায় বসে। এদের মধ্যে যেমন অরাজনৈতিক সংগঠন আছে, তেমনই আছে রাজনৈতিক দল।

আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত স্বচ্ছ ও দ্রুততর করার দাবিতে এদিন মিছিলের আয়োজন করে পথের ‘দাবি’। এই অরাজনৈতিক নাগরিক মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সচেতন ভট্টাচার্য।

এদিন রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অধীর চৌধুরী-সহ প্রদেশ কংগ্রেসের নেতানেত্রীরা মিছিলের পুরোভাগে ছিলেন।

এদিন ‘দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁদের দাবি – বিচার চাই নৈরাজ্য নয়।

এদিকে ধর্মতলায় চলছে বিজেপির ধরনা। তাতে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও দিলীপ ঘোষ।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

আরজি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল আইএমএ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।