Homeখবরদেশঅনুমতি ছাড়া বসার অভিযোগ, সোনম ওয়াংচুকের সহযোগীদের থানায় তুলে নিয়ে গেল দিল্লি...

অনুমতি ছাড়া বসার অভিযোগ, সোনম ওয়াংচুকের সহযোগীদের থানায় তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ

প্রকাশিত

লাদাখের বিশেষ মর্যাদার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন খ্যাতনামা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গত রবিবার (৬ অক্টোবর) থেকে দিল্লির লাদাখ ভবনের সামনে বসে তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। এই অনশনের অষ্টম দিনে রবিবার দুপুরে দিল্লি পুলিশের একটি দল তাঁকে এবং আরও ২০-২৫ জন আন্দোলনকারীকে আটক করে। অভিযোগ, তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনম ওয়াংচুক প্রথমে যন্তর মন্তরের সামনে অনশন শুরু করার আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেখানে প্রতিবাদের অনুমতি না পাওয়ায় তাঁরা লাদাখ ভবনের সামনে বসেন। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লাদাখ ভবনের সামনে কোনও অনুমতি ছাড়াই আন্দোলনে বসেছিলেন সোনম ও তাঁর অনুগামীরা, তাই তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে, যন্তর মন্তরে প্রতিবাদের অনুমতির আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা সোনমকে আটক করেনি।

সোনমের অনশন নিয়ে দিল্লি পুলিশের এই পদক্ষেপের পর, রবিবার দুপুরে সোনমের সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, পুলিশ আন্দোলনকারীদের জোর করে একটি বাসে তুলে নিয়ে যাচ্ছে। যদিও ওই ভিডিওতে সোনমকে দেখা যায়নি। সোনম ওয়াংচুক ভিডিওটি শেয়ার করে লেখেন, “শান্তিপূর্ণ ভাবে অনশনকারীদের জোর করে তুলে দিচ্ছে পুলিশ এবং আটক করছে।”

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সোনম ওয়াংচুক দীর্ঘ দিন ধরেই লড়াই চালিয়ে আসছেন। তাঁর দাবি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং সেখানে পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। সেইসঙ্গে লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসনের দাবিও তুলেছেন তিনি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সোনম দিল্লির সিঙ্ঘু সীমানার কাছে আটক হন, তবে পরে ২ অক্টোবর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সোনম এবং তাঁর অনুগামীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...