টাটা সন্স, টিসিএস, টাটা মোটরস, টাটা ইন্ডাস্ট্রিজ, একে একে সব জায়গা থেকেই সরানো হচ্ছিল সাইরাস মিস্ত্রিকে। সপ্তাহের শুরুতেই টাটার বাকি ৪টি কোম্পানির মধ্যে ভোট হওয়ার কথা ছিল। মিস্ত্রি কে বোর্ড অব ডিরেক্টরে রাখা হবে কিনা, সেই নিয়েই ভোট। তার আগেই নিজে টাটার সব কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সাইরাস। টাটা গোষ্ঠীর কাজের সুবিধার্থেই সরে দাঁড়ালেন তিনি, জানিয়েছেন সাইরাস।