খবর অনলাইন: দিল্লির পক্ষে খবরটা কিছুটা সুখের, কিন্তু ভারতের পক্ষে খুবই খারাপ।
দিল্লি এখন আর বিশ্বের দূষিততম শহর নয়। সৌভাগ্যক্রমে এর স্থান নেমে এসেছে ১১ নম্বরে। কিন্তু যেটা ভারতের পক্ষে যে খবর আদৌ সুখের নয়, তা হল বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম ২০টির দশটিই ভারতের শহর। এদের মধ্যে সব চেয়ে দুষিত শহর মধ্যপ্রদেশের গ্বালিয়র। দূষণের নিরিখে এই শহর বিশ্বে দ্বিতীয়। এখন বিশ্বের সব চেয়ে দূষিত শহর হল ইরানের জাবল। গ্বালিয়র ও দিল্লি ছাড়া ভারতের যে ৮টি শহর দূষিত শহরের তালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছে সেগুলি হল ইলাহাবাদ (তৃতীয়), পটনা (ষষ্ঠ), রায়পুর (সপ্তম), লুধিয়ানা (দ্বাদশ), কানপুর (পঞ্চদশ), খন্না (ষোড়শ), ফিরোজাবাদ (সপ্তদশ) এবং লখনউ (অষ্টাদশ)। মজার কথা হল, ভারতের সব চেয়ে দূষিত ১০টি শহরের সবক’টিই উত্তর ভারতের।
তবে মেগাসিটিগুলির (যার লোকসংখ্যা ১৪০ লক্ষের বেশি) মধ্যে দিল্লিই এখনও দূষিততম। এর পরেই স্থান কায়রো ও ঢাকার।
শহরের বাতাসের মান সংক্রান্ত তথ্যভাণ্ডারের উপর ভিত্তি করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র ২০১৬-এর তালিকা গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।