সব জরুরি পরিষেবার জন্য এ বার ‘১১২’ নম্বর

0

খবর অনলাইন: সমস্ত রকম জরুরি পরিষেবার জন্য আমেরিকার ‘৯১১’ এবং ব্রিটেনের ‘৯৯৯’ নম্বরে আদলে ‘১১২’ নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফোন থেকে এই নম্বর ডায়াল করলে পুলিশ, দমকল অ্যাম্বুলেন্স সহ যে কোনও পরিষেবা মিলবে। এই পরিষেবা চালু করার জন্য টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে।
একে সফল ভাবে রূপায়ণের জন্য রাজ্যগুলির সহয়তা প্রয়োজন বলে মনে করেছে কেন্দ্র। গত বছর এপ্রিল মাসে এ নিয়ে টেলিকম মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠায় ট্রাই। প্রাথমিক ভাবে পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স, মহিলা, প্রবীণ নাগরিক এবং শিশুদের জন্য হেল্পলাইন পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে এই প্রস্তাবে। পরে ধাপে ধাপে ‘১১২’ নম্বরের মাধ্যমে আরও নানা পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাই সূত্রে জানা গিয়েছে।
তবে, ‘১১২’ নম্বর চালু হলে জরুরি পরিষেবার জন্য বতর্মানে যে নম্বরগুলি চালু রয়েছে যেমন ১০০ (পুলিশ), ১০১ (দমকল), ১০২ (অ্যাম্বুলেন্স) এবং ১০৮ (বিপর্যয় মোকাবিলা), এগুলি বন্ধ হবে না। অন্তত এক বছর এই পরিষেবাগুলিকে চালু রাখা হবে বলে ট্রাই-এর প্রস্তাবে বলা হয়েছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন