করাচি: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রবিবার সকালে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে অন্তত ১৫১জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় মানুষরা যখন ওই ট্যাঙ্কারটি থেকে তেল নিচ্ছিলেন সেই সময় ট্যাঙ্কারটি উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় ১২জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বহালপুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর।
৪০,০০০ লিটার তেল বহনকারী ওই ট্যাঙ্কারে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের কাছে ১২টি সাইকেল ও ৬টি গাড়ি দাঁড় করানো ছিল। আগুনে সেগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।