খবর অনলাইন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে হত্যার দায় নিয়েছে আইএস। আমাক নিউজ এজেন্সির মাধ্যমে তারা জানিয়েছে, ‘নিরীশ্বরবাদের পক্ষে ডাক দেওয়ার’ জন্য তারা তাঁকে খুন করেছে। তবে অধ্যাপক সিদ্দিকের সহকর্মীরা জানিয়েছেন, ইংরিজি বিভাগের প্রধান পুরোদস্তুর শিক্ষাবিদ ছিলেন। তিনি নিরীশ্বরবাদী ছিলেন না, তবে সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। আইএস-এর দাবিকে অবশ্য নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ও দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের বিক্ষোভ। উল্লেখ্য, গত কাল সকালেই রাজশাহী শহরে একেবারে বাড়ির কাছেই জঙ্গিদের হাতে খুন হন অধ্যাপক সিদ্দিক।
অধ্যাপক সিদ্দিকের খুন হওয়ার পরিপ্রেক্ষিতে গত বছর ঢাকা বইমেলায় খুন হয়ে যাওয়া ব্লগার অভিজিত রায়ের বাবা অজয় রায় বলেছেন, “এই আক্রমণ থেকেই প্রমাণিত, দেশে মৌলবাদ বেড়েই চলেছে”। ঢাকা বিশ্ববিদ্যাল্যের প্রাক্তন অধ্যাপক আরও জানান, “জঙ্গিদের কাছে আগ্নেয়াস্ত্রের বিশাল জোগান আছে, তারা বেছে বেছে ব্লগ্রারদেরই হত্যা করছে। তাদের হিট লিস্টে আছেন ১৮০০ জন, যার মধ্যে ৭-৮ জনকে তারা হত্যা করতে সফল হয়েছে।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।