শ্রীনগর: ডিপিএস স্কুলে আশ্রয় নেওয়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে অন্তত২ জঙ্গির নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। শনিবার ভোর রাতে সিআরপিএফের উপর হামলা চালানোর পর একদল জঙ্গি শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে ঢুকে পড়ে। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুরু হয়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই।
স্কুলের মধ্যে বেশ কয়েকজন কর্মী থাকায় প্রথম দিকে লড়াই চালাতে অসুবিধা হয় সেনাবাহিনীর। পরে তাদের নিরাপদে বার করে নিয়ে গেলে, বাহিনী জোরদার আক্রামণ হানে বলে সূত্রে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। গুজব যাতে না ছড়ায় সে কারণে কাশ্মীর উপত্যকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।