খবর অনলাইন: রবিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এর আগে দু’ দিন ভোট নেওয়া হলেও কমিশন তাকে প্রথম দফা হিসাবেই গণ্য করেছে। উত্তরবঙ্গ ও বীরভূমের মোট ৫৬টি বিধানসভা আসনে ভোট হবে। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোন আসনগুলিতে আগামিকাল ভোট হবে।
যে ৫৬টি বিধানসভা আসনে ভোট |
দার্জিলিং (৬) -কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া |
জলপাইগুড়ি (৭)- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, দেবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা |
আলিপুরদুয়ার (৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট |
উত্তর দিনাজপুর (৯)- চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার |
দক্ষিণ দিনাজপুর (৬) – কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর |
মালদহ (১২) – হবিবপুর, গাজোল, চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংলিশবাজার,মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর |
বীরভূম (১১) – দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই |
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।