খবর অনলাইন: ইরানি চলচ্চিত্রের অঘোষিত ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ আব্বাস কিয়ারোস্তামি ক্যান্সারে আক্রান্ত। সে দেশের একটি সংবাদমাধ্যম এ খবর দিয়ে জানিয়েছে, ৭৫ বছর বয়সি এই চলচ্চিত্র পরিচালকের শরীরে অস্ত্রোপচার হয়েছে। ইরানের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে, তাঁর পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
১৯৭০ সাল থেকে ধারাবাহিক ভাবে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ছবি বানিয়ে আসছেন কিয়ারোস্তামি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘টেস্ট অফ চেরি’ ও ‘উইন্ড উইল ক্যারি আস’-এর মতো ছবি। ষাটের দশকের শেষের দিকে ইরানি চলচ্চিত্রের নবতরঙ্গ আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি।
নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে লাগাতার তিনি ছবি বানিয়ে গেছেন, এ বার তাঁর লড়াই ক্যান্সারের বিরুদ্ধে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।