খবর অনলাইন: এলজিবিটি পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তাঁর সঙ্গী তনয়কে হত্যার দায় নিল বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলাম।
সংগঠনের তরফে এক টুইটার বিবৃতিতে জানানো হয়েছে, “জুলহাজ ও তনয় আমাদের দেশের মানুষের মধ্যে সমকামিতা ছড়াচ্ছে। এটা ঘৃণ্য অপরাধ। তাই আমদের দুঃসাহসী মুজাহিদরা ওদের হত্যা করেছে।” তবে আনসার আল ইসলামের বিবৃতির কিছু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জঘন্য অপরাধের জন্য বিএনপি-জামাত সংযোগের কথাই বলেছেন। তিনি বলেন, “সকলেই জানে এই সব খুনে কাদের হাত রয়েছে। বিএনপি-জামাত সংযোগের জেরেই এত ঘৃণ্য অপরাধ ঘটে চলেছে।” এই হত্যাকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ দিকে জুলহাজ-তনয় হত্যায় জড়িত থাকা সন্দেহে পুলিশ এক কলেজ ছাত্রকে আটক করেছে। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে এসেছে।
“বাংলাদেশের প্রাণসত্তা মূর্ত হয়ে উঠেছিল জুলহাজের মধ্যে” –- ঢাকায় মার্কিন দূতেবাসের কর্মী জুলহাজ সম্পর্কে এই মন্তব্য করে তাঁর হত্যার তদন্তে বাংলাদেশ সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশসচিব জন কেরি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।