খবর অনলাইন: বিভিন্ন বিষয়ে যতই মতভেদ থাক না কেন, এর বেলায় আপত্তি করেননি কেউ — শাসক দল বিজেপি বা বিরোধী দল কংগ্রেস, কিংবা সমাজবাদী পার্টি – সাংসদদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সবাই একমত।
বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন কমিটি সাংসদদের বেতন, ভাতা প্রভৃতি দ্বিগুণ করার সুপারিশ করেছে। এখন সাংসদরা বেতন পান মাসে ৫০ হাজার টাকা, সেটা বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র বাবদ ভাতা মাসে ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯০ হাজার টাকা করতে বলেছে কমিটি। বেতন ও সব রকম ভাতা মিলিয়ে সাংসদরা মাসে ১ লক্ষ ৪০ হাজার টাকা পান। যোগী আদিত্যনাথের কমিটির সুপারিশ মানা হলে এ বার থেকে তাঁরা বছরে ২ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন। নিয়মিত সময়ের ব্যবধানে সাংসদদের বেতন বাড়ানো এবং পেনশন ৭৫% বাড়ানোরও সুপারিশ করেছেন আদিত্যনাথ। সংসদের পরবর্তী অধিবেশনে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ করিয়ে নেওয়া হবে।
সাংসদদের বেতন-ভাতা শেষ বেড়েছিল ৬ বছর আগে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।