সোমবার থেকে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার অ্যাংলো ইন্ডিয়ান জুট মিল

0

খবর অনলাইন : সকাল ৬টায় কারখানায় গিয়ে দেখা গেল গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ। সাময়িক ভাবে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার অ্যাংলো ইন্ডিয়ান জুট মিল। শ্রমিক দিবসের পরের দিনই কাজ খোয়ালেন হাজার খানেক মানুষ। এঁদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে থেকেই তাঁরা কারখানা বন্ধের আঁচ পাচ্ছিলেন। বিধানসভা ভোট মিটতেই কারখানা বন্ধ করে দেওয়া হল।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের ২১টি চটকলের মধ্যে অন্যতম কাঁকিনাড়ার এই কলটি একশো বছরের পুরনো। গত বছরের গোড়া থেকেই কলে উৎপাদন ব্যাহত হচ্ছিল বলে জানালেন কর্মীরা। গত বছরে বেশ কিছু দিন কারখানা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ২৭ মে কারখানা খোলা হলেও তখন থেকেই তা ধুঁকছিল বলে জানালেন তাঁরা। শেষ পর্যন্ত সোমবার থেকে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হল। মিল কর্তৃপক্ষের বক্তব্য, কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদিত দ্রব্যের বাজার না থাকায় সাময়িক ভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন। বছর দুয়েক আগেও এখানে তিন হাজার কর্মী কাজ করতেন। এখন তা কমে হাজার খানেক হয়েছিল। এই কারখানায় লিনেনের কাপড়-সহ শৌখিন পাটজাত সামগ্রী তৈরি হয়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন