কলকাতা : খাদ্য দফতরের পক্ষ থেকে জাননো হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আরও ১৬ লক্ষ রেশন গ্রাহকে ২ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাথা পিছু ৫ কেজি করে চাল পাওয়া যাবে। অর্থ দফতর বিষয়টি মঞ্জুর করেছে। বিপিএল ও অন্ত্যোদয় শ্রেণির গ্রাহকরা এই সুবিধা পাবেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, পর্যাপ্ত পরিমার চাল খাদ্য দফতরের হাতে আছে। মে মাস থেকেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা আছে।
রাজ্যে আরও ১৬ লক্ষ রেশন গ্রাহককে ২ টাকা কেজি দরে চাল
0