কমিশনের নজরদারি সত্ত্বেও স্বমহিমায় অনুব্রত

0

খবর অনলাইন: নির্বাচন কমিশনের নির্দেশে তিনি নজরবন্দি। কিন্তু সেই নজরদারিকে পাত্তাই দিলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কমিশনের নির্দেশমতো সকাল থেকেই তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই নজরদারির নেতৃত্বে রয়েছেন বীরভূম ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃন্ময় দাস। কিন্তু সে সব থোড়াই কেয়ার করে বাহিনী এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটকে প্রায় ঘণ্টা তিনেক বাইরে দাঁড় করিয়ে রাখেন তিনি। সকালে পুজো সেরে বেরিয়ে অনুব্রত রওনা দেন নানুর পার্টি অফিসের দিকে। রওনা দেওয়ার আগে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী সঙ্গে থাক, আমার কোনও অসুবিধা নেই। আমি কি কোনও অন্যায় কাজ করছি?”
অনু্ব্রতর প্রতিটা মুহূর্তের ভিডিও রেকডিং করে রাখবে কমিশন। তার জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকছে এক জন ভিডিওগ্রাফারও। তবে সে সব গুরুত্ব না দিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবারও বলেন, “বুথে বুথে গুড়-বাতাসা মজুত থাকছে। যাকে প্রয়োজন হয় দেব। মিডিয়াকেও গুড়-বাতাসা দেব।”

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন