খবর অনলাইন: অশান্ত হান্দওয়ারা থেকে তিনটি সেনা বাংকার সরিয়ে ফেলা হল। গত এক সপ্তাহ ধরে স্থানীয় মানুষজন ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে হান্দওয়ারা। প্রাণ হারিয়েছেন ৫ জন। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের এই শহরের প্রধান বাজার এলাকায় অবস্থিত এই বাংকারগুলি স্থানীয় মিউনিসিপ্যালিটি সরিয়ে দিয়েছে।
এক সেনা জওয়ান এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করেছে, এই অভিযোগে অশান্ত হয়ে ওঠে হান্দওয়ারা। দুই পক্ষের সংঘর্ষে হিংসাত্মক হয়ে ওঠে শহর। সেনার গুলিতে প্রাণ হারান একজন তরুণ ক্রিকেটার এবং এক বৃদ্ধা সহ তিন জন। পরে সংঘর্ষে আরও ২ জন মারা যান। সেনাবাহিনীর প্রতি শহরবাসীর বিশ্বাস তলানিতে এসে ঠেকে। স্থানীয় মানুষজন শহরের সেনা পোস্টগুলি সরিয়ে নেওয়ার দাবি জানান। এক জনতা একটি সেনা বাংকার ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়।
এক জন পুলিশ অফিসার জানান, “হান্দওয়ারার প্রধান বাজার এলাকায় কিছু দোকানের উপর এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তা সরিয়ে দিয়েছে।” মিউনিসিপ্যালিটির তরফে একটি বোর্ড লাগিয়ে ঘোষণা করা হয়েছে, অকুস্থলে একটি পার্ক তৈরি করা হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।