তিরুঅনন্তপুরম : সবরিমালায় আয়াপ্পার মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে রবিবার অন্তত ২৫ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এঁরা সবাই অন্ধ্র প্রদেশের। তীর্থযাত্রীদের বিপুল ভিড় নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ পথে দড়ির ব্যারিকেড তৈরি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ভিড় অত্যন্ত বেড়ে যাওয়ায় ‘সন্নিধনম’ থেকে ‘মল্লিকাপুরা’ পর্যন্ত দড়ির ব্যারিকেড ছিঁড়ে যায় এবং তীর্থযাত্রীরা একে অপরের উপর হুড়মুড়িয়ে পড়ে যান। এই খবর দিয়েছেন পথনমথিট্টার জেলা কালেক্টর আর গিরিজা।
♦ সবরিমালায় পদপিষ্ট হয়ে ২৫ জন তীর্থযাত্রী আহত
0