খবর অনলাইন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে তিনি বাড়ি আসেন। ডাক্তাররা তাঁকে কয়েক দিন বিশ্রাম নিতে বলেছেন।
শুক্রবার মেয়েকে দিল্লি বিমানবন্দর থেকে আনতে যাওয়ার সময় সঙ্গীতশিল্পী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মোতিবাগের কাছে দুর্ঘটনায় পড়েন। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, বাবুল মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছনে ধাক্কা মারেন। তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। তাঁর মাথায়, হাতে, কনুইতে এবং বুকে চোট লাগে। সিটি স্ক্যান করে চিকিৎসকরা অস্বাভাবিক কিছু পাননি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।