নয়াদিল্লি : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ২০১৭ সালের ৯ মার্চ আর চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। সোমবার বোর্ডের ঘোষণা, সাধারণত মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষা চালু হওয়ার রেওয়াজ। কিন্তু এ বছর দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য পরীক্ষা পিছোল। পরীক্ষার ফল রেরোবে যথাসময়েই। বোর্ড সূত্রে খবর, এ বছরে দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ১০ লক্ষ ৯৮ হাজার ৪২০ জন। বোর্ডের চেয়ারম্যান আর কে চতুর্বেদী জানিয়েছেন, যথাসময়ে যাতে ফলপ্রকাশ করা যায় তার জন্য বোর্ডের তরফে প্রযুক্তিগত যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে মোটেই দেরি করা হবে না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।