খবর অনলাইন: আইপিএল ম্যাচ না মানুষ, কে বেশি গুরুত্বপর্ণ? এই প্রশ্ন তুলে ম্যাচের পিচ তৈরির জন্য ‘জল নষ্ট’ করা নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট বোর্ডকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট।
এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত বোর্ডেকে প্রশ্ন করে, ‘কী করে আপনারা এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন?’
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।এর প্রথম ম্যাচটি খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
উচ্চ আদালত মন্তব্য করে, “জল বন্ধ করে দিলে তবেই বিসিসিআই বুঝতে পারবে।” যে রাজ্যে পর্যাপ্ত জলের জোগান আছে সেই রাজ্যে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্যও আদালত বোর্ডকে পরামর্শ দেয়।
প্রাক্তন সাংবাদিক কেতন তিরোডকর এই জনস্বার্থ মামলাটি করে বলেন, মাঠের পিচ রক্ষণাবেক্ষণের জন্য প্রতি দিন ৬০ হাজার লিটার করে জল লাগে। এই পরিমাণ জল ব্যবহারের জন্য আইপিএল কমিশনারের কাছ থেকে কর নেওয়া উচিত। মামলায় তিনি উল্লেখ করেন, গত দু’দশক ধরে মহারাষ্ট্র তীব্র জল সংকটে ভুগছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ২০১৫ সালে সে রাজ্যে ৩,২২৮ জন চাষি আত্মহত্যা করেছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।