নয়াদিল্লি: আইআইএম সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের দুই কক্ষে পাশ হলেই নতুন আইন অনুযায়ী ডিপ্লোমার পরিবর্তে ডিগ্রি পাবে আইআইএমের পড়ুয়ারা। বিল অনুযায়ী দেশের এক নম্বর ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ কমাতে স্বশাসনের অধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরির প্রস্তাবও ইতিমধ্যে অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়।