খবর অনলাইন : শহরাঞ্চলের এটিএমগুলিতে রাত ৮টার পরে টাকা ভরা নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। বরং তাদের নির্দেশ, বেসরকারি নগদ পরিবহণ সংস্থা ব্যাঙ্ক থেকে টাকা সংগ্রহ করে এটিএমে ভরার কাজ যেন দিনের প্রথমার্ধেই সেরে ফেলে। গ্রামাঞ্চলে দিনের কাজকর্ম ভোর ভোর শুরু হয়। যার ফলে বিকেল শেষ হতে না হতে রাত গড়িয়ে আসে। তাই এই অঞ্চলের এটিএমগুলিতে টাকা ভরা যাবে বিকেল ৫টা পর্যন্ত। আর মাওবাদী-নকশাল অধ্যুষিত জেলাগুলিতে এই কাজ সেরে ফেলতে হবে আরও আগে, বিকেল ৩টের মধ্যে। নগদ-ভর্তি গাড়ি ছিনতাই করে নিতে পারে দুর্বৃত্তরা, এই আশঙ্কা থেকেই কেন্দ্র এই নির্দেশ জারি করেছে। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তাব্যবস্থা যে বিপন্ন পড়ছে, অপরাধমূলক কাজকর্ম যে দিনদিন বাড়ছে, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকাই তার প্রমাণ। আমজনতার স্বার্থে এটিএমে ২৪ ঘণ্টা যথেষ্ট পরিমাণে টাকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। কিন্তু দিনভর বেশি টাকা তোলা হলে রাতের দিকে তো এটিএমে টাকা ফুরিয়ে যেতে পারে। রাতবিরেতে হঠাৎ যদি টাকার প্রয়োজন হয় তখন এটিএম থেকে টাকা মিলবে তো, প্রশ্ন এখন সেটাই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।