খবর অনলাইন: ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদল কেন্দ্রের। ১০৬ ক্যারট কোহিনুর হিরে ফিরিয়ে আনতে সাধ্যমতো চেষ্টা করা হবে বলে জানিয়ে দিল কেন্দ্র।
সোমবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক মনে করে কোহিনুর ফেরত পাওয়ার চেষ্টা করা উচিত নয়। কারণ ওই হিরে চুরি করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়নি, বা কেউ জোর করেও নিয়ে যায়নি। ব্রিটিশদের এটি উপহার দেওয়া হয়েছিল। রঞ্জিত সিংহের উত্তরাধিকারী দলীপ সিংহ এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন।
এর পরেও অবশ্য প্রধান বিচারপতি টি এস ঠাকুরকে নিয়ে গঠিত এক সদস্যের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দিতে রাজি হয়নি। আদালতের যুক্তি ছিল, মামলা খারিজ করলে ভবিষ্যতে হিরে দেশে ফিরিয়ে আনতে সমস্যা হবে। চূড়ান্ত অবস্থান জানানোর জন্য আদালত কেন্দ্রকে ছ’ সপ্তাহ সময় দেয়।
মঙ্গলবার রাতে এক বিবৃতি জারি করে সংস্কৃতি মন্ত্রক জানিয়ে দেয় কোহিনুর দেশে ফিরিয়ে আনতে সমস্ত রকম চেষ্টা করা হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।