বেজিং: চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ভূমিধসে অন্তত ১৪১জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Chinese village before and after Saturday’s landslide. About 46 homes were wiped out. pic.twitter.com/cSAV10U8tf
— People’s Daily,China (@PDChina) June 24, 2017
চিনের সরকারি গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, ধসে ৪৬টি বাড়ি ভেঙে পড়ছে। উদ্ধারকারীরা দড়ির সাহায্যে বড় বড় পাথর সরানোর কাজ করছেন। মাটি সরানোর জন্য বুলডোজার এবং ড্যাগার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, লাগাতার ভারি বৃষ্টির জন্য এই ভূমিধস।
একটি পরিবারের ৩জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে এক শিশুও রয়েছে।
#UPDATE A family of 3, including a baby rescued, about 141 others still missing: local authorities #SichuanLandslide pic.twitter.com/xDo7GoGxAg
— People’s Daily,China (@PDChina) June 24, 2017
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।