খবর অনলাইন: বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রনিধন, সম্পত্তি তছনছ, আগুন। শনিবার রাতে এই ঘটনা ঘটে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (আমু)।
শনিবার রাতে ছাত্রদের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারান এক প্রাক্তন ছাত্র। গণ্ডগোলের সুত্রপাত বিশ্ববিদ্যালয়ের মুমতাজ হোস্টেলে এক জনের নিগৃহীত হওয়া এবং পরে তাঁর ঘরে আগুন লাগিয়ে দেওয়া থেকে। নিগৃহীত ব্যক্তি প্রোক্টর অফিসে অভিযোগ জানাতে যাওয়ার সময়েই শুরু হয় সংঘর্ষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দু’ দল ছাত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে গুলিও। তখনই এক জন নিহত হন, আর এক জন জখম হন। ক্ষিপ্ত ছাত্রদল একটি জিপ আর এক ডজন বাইকে আগুন লাগিয়ে দেয়। তছনছ করে জ্বালিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অফিস। প্রায় দু’ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। নামানো হয়েছে র্যাফ। আমু সূত্রে জানা গিয়েছে, আজমগড় আর সম্ভল এলাকার ছাত্রদের মধ্যে গত কয়েক দিন ধরেই গণ্ডগোল চলছে। গত রাতে তা চরম আকার নেয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।