খবর অনলাইন: এ বার নির্বাচন কমিশনের কোপে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী ও জেলাশাসক পিবি সেলিমকে সরিয়ে দিল কমিশন।
উত্তর ২৪ পরগনার নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিলেন আন্নাপ্পা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক হিসাবে দায়িত্ব নিলেন অবনীন্দ্র কুমার সিংহ।
অপসারিত পুলিশ সুপার এবং জেলাশাসকের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন বিরোধীরা। তার জেরেই এই সিদ্ধান্ত কমিশনের। অপসারিতদের জায়গায় কাদের বসানো হবে, কয়েক দিন আগে তা জানতে রাজ্যের কাছে তালিকাও চেয়েছিল কমিশন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।