বিহারের গ্রামে দিনের বেলায় রান্না, পুজো, যজ্ঞে নিষেধাজ্ঞা

0

খবর অনলাইন: সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গ্রামাঞ্চলে রান্না করা চলবে না, কোনও পূজা, যজ্ঞ বা ধর্মীয় কাজকর্মও বন্ধ রাখতে হবে। অত্যধিক গরমে আগুন লেগে যাতে বিপত্তি না ঘটে তার জন্য এই উপদেশনামা জারি করেছে বিহার সরকার। কৃষিজমিতে পড়ে থাকা গমও জ্বালানো চলবে না। এই সময়ে রাজ্য জুড়ে যে তাপপ্রবাহ বইছে তা থেকে আগুন লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর প্রিন্সিপ্যাল সেক্রেটারি এ কথা জানিয়েছেন।

কিছু দিন আগে বিহারের লক্ষ্মীসরাই ও দ্বারভাঙা জেলায় দু’টি আগুনের ঘটনায় ছ’ জন পুড়ে মারা যান। লক্ষ্মীসরাইয়ের আগুনে চারটি শিশু অগ্নিদগ্ধ হয়, দ্বারভাঙার আগুনে ৭০০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দু’টি আগুনই লেগেছিল রান্না করার সময়।

জেহানাবাদ জেলায় এমনই একটি আগুনে ক্ষতিগ্রস্ত সতীন্দর বিন্দ বলেন, উদ্দেশ্যটা তো ভালো। কিন্তু কত জন এই উপদেশ মানতে পারবেন সন্দেহ হয়। এর তো কিছু ব্যবহারিক অসুবিধাও রয়েছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন