♦ টাটা টেলিসার্ভিসের বোর্ড অফ ডিরেক্টরস থেকে সরানো হল মিস্ত্রিকে

0

সোম, মঙ্গল, বুধ। টাটা ইন্ডাস্ট্রিজ, টিসিএস, টাটা টেলিসার্ভিস। সপ্তাহের প্রথম তিন দিনে পরপর টাটা গোষ্ঠীর তিনটি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে। যদিও এই সব সিদ্ধান্তই ছিল নিছক সময়ের অপেক্ষা। মঙ্গলবার সংস্থার অংশীদারদের এক এক্সট্রাঅর্ডিনারি সাধারণ সভায় সর্বসম্মত ভাবে মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সিদ্ধান্ত বুধবারই জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংস্থার চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হল সাইরাসকে।

বিজ্ঞাপন