তিন দলিত নাবালককে বেধড়ক মার, অভিযোগ দায়ের তাদেরই বিরুদ্ধে

0

খবর অনলাইন: উচ্চবর্ণের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির অপরাধে তিন দলিত নাবালককে ৩০ মিনিট ধরে পেটাল জনতা।
রাজধানী জয়পুর থেকে ৩৫০ কিমি দূরে রাজস্থানের চিত্তোরগড়ে তিন দলিত নাবালককে গাছের সঙ্গে বেধড়ক মারধর করতে থাকে জনতা। মারতে মারতে তাদের উলঙ্গ করে দেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
তিন নাবালকের বিরুদ্ধে পুলিশ চুরির অভিযোগ দায়ের করেছে। তাদের স্থানীয় জুভেনাইল হোমে রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মারধরের ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ওই তিন নাবালক স্থানীয় কানজার উপজাতির সদস্য। যে হেতু অন্য সম্প্রদায়ের মানুষরা তাদের মেনে নেয় না, সে কারণে তারা গ্রাম বা শহরের বাইরেই বসবাস করে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন