খবর অনলাইন: মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর মদতে তৈরি সশস্ত্রবাহিনী আল বদরের হয়ে গণহত্যা, ধর্ষণ ও সংখ্যালঘুদের ওপর ভয়াবহ নির্যাতনের দায়ে বাংলাদেশে জামাতে ইসলামির শীর্ষনেতা মতিউর রহমান নিজামির ফাঁসির রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত ২০১৪-র ২৯ অক্টোবর খালেদা জিয়া সরকারের এই মন্ত্রীকে প্রাণদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন নিজামি। কিন্তু সেই আবেদন খারিজ করল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। নিজামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না-চাইলে তাঁর ফাঁসি এখন সময়ের অপেক্ষা।
এ দিন নিজামির আবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহা খারিজ করার সঙ্গে সঙ্গে সারা দেশ উল্লাসে মেতে ওঠে। ঢাকার শাহবাগে অবস্থান করে থাকা গণজাগরণ মঞ্চের সদস্যরা বিজয় মিছিল বার করেন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী থাকাকালীন চট্টগ্রামে তাঁর মন্ত্রকের জেটিতেই অসমের জঙ্গি সংগঠন আলফার জন্য ১০ ট্রাক অস্ত্র নেমেছিল। সে মামলাতেও তাঁকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।