খবর অনলাইন : মঙ্গলবার ভোররাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিল্লির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি।
কনট প্লেসের কাছে মান্ডি হাউসে ফিকি কমপ্লেক্সে একটি ছ’ তলা বাড়িতে এই মিউজিয়াম। রাত পৌনে দু’টো নাগাদ বাড়িটির ওপরের তোলায় আগুন লাগে। দমকলের ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন কিছুটা আয়ত্তে আসে বলে দমকলের সূত্রে জানা গিয়েছে। আগুন নেভাতে গিয়ে ছ’ জন দমকলকর্মী জখম হন। এঁদের রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা-ও এখন বলা যাচ্ছে না। তবে দিনেরবেলায় আগুন লাগলে আহতের সংখ্যা অনেক বাড়তে পারত। সকালবেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, “এই মিউজিয়াম জাতীয় সম্পদ। কতটা কী ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে যা-ই ক্ষতি হয়ে থাকুক, টাকায় তার পরিমাপ হয় না।”
১৯৭৮ সালের ৫ জুন এই মিউজিয়াম চালু হয়। ফিকির বাড়িতে ভাড়া করে চলছিল এই মিউজিয়াম। এখানে তিনটি গ্যালারি আছে –- ‘ইন্ট্রোডাকশন অব ন্যাচারাল হিস্টরি’, ‘নেচারস নেটওয়ার্ক: ইকোলজি’ এবং ‘কনজারভেশন’। এখানে বিভিন্ন ধরনের সরীসৃপের নানা নমুনা, ডায়নোসরের ফসিল ইত্যাদি প্রদর্শিত হয়েছে। রোজ প্রায় হাজারখানেক দর্শনার্থী এখানে আসেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের একটি প্রিয় জায়গা এই মিউজিয়াম।
ছবি: সৌজন্যে এনডিটিভি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।