খবর অনলাইন: ত্রিশোর্ধ্ব ব্যবসায়ী স্বামীর ওজন ১০০ কেজি। অতিরিক্ত মোট হওয়ার জন্য স্ত্রী তাঁকে ‘মোটা হাতি’ বলে ডাকতেন। নিয়মিত এই ‘অপমানে’ বিরক্ত হয়ে দিল্লির পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ওই ব্যক্তি। আদালত এই দম্পতির বিচ্ছেদ অনুমোদন করে। নিম্ন আদালতের আদেশে বলা হয় স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকার বিষয়টিকে ‘মানসিক বর্বরতার’ শামিল।
ওই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন ওই ব্যবসায়ীর স্ত্রী। উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে। আদালত তার রায়ে জানিয়েছে, স্বামীকে তাঁর স্ত্রী ‘মোটা হাতি’ বলে ডাকলে তা বিবাহ বিচ্ছেদের জন্য যৌক্তিক কারণ হতে পারে।
বিবিসি অনলাইনের একটি প্রতিবেদন অনুযায়ী, আদালত বলেছে, স্বামী অতিরিক্ত মোটা হলেও তাঁকে ‘হাতি’ বা ‘মোটা হাতি’ নামে ডাকা তাঁর আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাতের শামিল। এ ধরনের বিদ্রুপে স্বামী খুব আহত বোধ করেছিলেন। আর স্ত্রীও শুধু কৌতুক করে তাঁর স্বামীকে এ সব নামে ডাকেননি। এর মধ্যে ভালোবাসা বা আবেগ, কোনওটাই ছিল না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।