খবর অনলাইন : জামিনে মুক্তি পেয়েছেন ডাঃ শৈবাল জানা। ২৩ বছরেরও বেশি আগে ভিলাইয়ে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিচালনা সংক্রান্ত ঘটনার জেরে গত ১৬ মার্চ দল্লি রাজহরা শহিদ হাসপাতালের প্রধান চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। আসলে তিনি সে দিন আহত বিক্ষোভকারীদের শুশ্রূষা করেছিলেন। পুলিশের অভিযোগ, তিনি নাকি এত দিন ‘গা ঢাকা দিয়ে ছিলেন’। মুক্তির দিন সকালে ডাঃ জানার কৌঁসুলি গুলাব সিং পটেল বলেন, “একটা মামলায় যে তাঁর নাম জড়িয়ে আছে, এত দিন এ কথা তাঁকে জানানো হয়নি। গত ২৩ বছর ধরে তিনি প্রতিটি দিন হাসপাতালে গেছেন, অথচ পুলিশ তাঁকে পলাতক দেখিয়েছে। যা-ই হোক, আদালতকে একটা পদ্ধতি অনুসরণ করতে হয়। যে হেতু তিনি আসেননি, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সন্ধ্যার মধ্যেই তিনি মুক্তি পাবেন।” এ দিকে দল্লি রাজহরার তিনটি চকেই ডাঃ জানার মুক্তির দাবিতে ব্যানার পড়েছিল। সবগুলিতেই ছিল একটা ছবি –- পরনে কুর্তা, চোখে চশমা, মাথায় কাঁচাপাকা চুল, বুদ্ধিদীপ্ত চেহারার একজনকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।