ভূমিকম্পে কাঁপল কলকাতা-সহ পূর্ব ও উত্তর ভারত, বাংলাদেশ, উৎস মায়ানমার

0

খবর অনলাইন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা তথা সমগ্র উত্তর ও উত্তর-পূর্ব ভারত। এ দিন সন্ধে ৭টা ২৫ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। ২-৩ মিনিট পরেই দ্বিতীয়বার কেঁপে ওঠে সমগ্র অঞ্চল। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ভারত-মায়ানমার সীমান্তে। মায়ানমারের মনিওয়া শহর থেকে ১০০ কিমি উত্তর-উত্তরপূর্বে। রাজ্যের সমস্ত জায়গাতেই অনুভূত হয় এই কম্পন। কেঁপে ওঠে রাজধানী দিল্লিও। তিন মাসের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে ওঠায় কলকাতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল বাড়ি, শপিং মল ইত্যাদি ছেড়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। মেট্রো পরিষেবা দশ মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল। কোথাও কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর না এলেও এই কম্পনের প্রভাবে বেহালা মেট্রোর ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ফাটল খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়িতে এক জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম-সহ বাংলাদেশেরও বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে অনেকেই জখম হন। কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়।


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন