নির্বাচন কমিশনের নোটিশ, হুঁশিয়ারি মমতার

0

খবর অনলাইন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের কথা শুনেই হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, “বেশ করেছি, বলেছি। আবার বলব। হাজার, লক্ষ, কোটি বার বলব। যা ক্ষমতা থাকে, করো!”

কী ভাবে বিধিভঙ্গ করলেন মমতা ? মুখ্য নির্বাচনী কমিশনার নসীম জৈদি বলেন, “আসানসোলের সভায় তিনি দুর্গাপুর-আসানসোলকে আলাদা জেলা করা হবে বলেছিলেন। এর সঙ্গে আরও কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটাই নির্বাচনী বিধিভঙ্গের শামিল।” তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য বলা হয়েছে, আসানসোল-দুর্গাপুর অঞ্চলকে পৃথক জেলা করার সিদ্ধান্ত মন্ত্রিসভা আগেই নিয়েছে। এই ঘোষণা নতুন নয়। সুতরাং মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠানোও যুক্তিহীন। বিরোধীদের অভিমত, অভিযোগ যা-ই হোক, একে তো কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনের নোটিশ পাঠানো নজিরবিহীন ঘটনা, তার ওপর আবার মুখ্যমন্ত্রী যে ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানকে যে ভাবে হুমকি দিয়েছেন, তাতে তাঁদের আশঙ্কা ভোটের আগামী দফাগুলিতে শাসকদলের বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন