♦ এভারেস্টজয়ী প্রদীপ সাহুর অস্বাভাবিক মৃত্যু

0

অস্বাভাবিক মৃত্যু হল এভারেস্টজয়ী পর্বতারোহী প্রদীপ সাহুর (৪৯)। কর্মসূত্রে প্রদীপ থাকতেন জিম্বাবোয়ের হারারাতে। রবিবার সকালে তাঁর ঘরেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর তাঁর দেহ নিয়ে আসা হবে ভারতে। এ বছরেরই ১৯ মে পশ্চিমবঙ্গের পর্বতারোহী দলের সদস্য হিসাবে এভারেস্ট জয় করেন ৪৯ বছরের প্রদীপ। আগামী ২৩ নভেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছরের বাংলার সব এভারেস্ট-জয়ীকে দেওয়া হচ্ছে রাধানাথ শিকদার-তেনজিং নোরগে পুরস্কার। সেখানে উপস্থিত থাকার কথা ছিল প্রদীপের।

বিজ্ঞাপন