খবর অনলাইন: সারা বিশ্বে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে। ২০১৫ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা গত ১৯৯০ সালের পর যে কোনও বছরের তুলনায় সবচেয়ে বেশি। বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশানল এই তথ্য দিয়ে জানিয়েছে, ৯০ শতাংশ মৃত্যুদণ্ড ইরান, সৌদি আরব এবং পাকিস্তান, এই তিন দেশে ঘটেছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছর ১,৬৩৪ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। যদিও এই হিসাবের ভিত্তি সরকারি তথ্য। বেসরকারি ভাবে মৃত্যুদণ্ডের ঘটনা আরও বেশি বলে দাবি মানবাধিকার সংস্থাটির। বিশেষত চিন দেশে। কারণ সে দেশ থেকে সঠিক তথ্য মেলে না বলেই মন্তব্য করেছে অ্যামিনেস্টি।
মানবাধিকার সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানে ৯৭৭ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে যাদের অধিকাংশের বিরুদ্ধে ড্রাগ সংক্রান্ত অভিযোগ রয়েছে।অন্য দিকে, পাকিস্তানে ৩২০ জন এবং সৌদি আরবে ১৫৮ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়েছে।তবে, সংস্থাটির দাবি চিনেই সব বেশি মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়। বছরে প্রায় এক হাজার।গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
চিন অবশ্য তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অ্যামিনেস্টির এই ধরনের মন্তব্য ‘অনৈতিক’।