ঋণের টাকা শোধ দিতে না পেরে আত্মহত্যা তামিলনাড়ুর এক চাষির

0

খবর অনলাইন: ৯৫০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ শোধ না করে দিব্যি বহাল তবিয়তে রয়েছেন মদব্যারন বিজয় মাল্য অথচ চাষের জন্য ৭০ লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ না করতে পেরে আত্মহত্যা করলেন চেন্নাইয়ের এক কৃষক।

কয়েম্বত্তুরের বাসিন্দা ৬৫ বছর বয়সি রামস্বামী একটি সরকারি ব্যাঙ্ক থেকে ক্যাপসিকাম ও টমেটো চাষের জন্য ঋণ নিয়েছিলেন ওই টাকা। স্থানীয় এক মহাজনের থেকে ধার করে ৬ লক্ষ টাকা ফেরতও দিয়েছিলেন।

তাঁর পরিবারের অভিযোগ, মোট ঋণের ৫০ শতাংশ ভর্তুকি হিসাবে ছিল। কিন্ত হঠাৎ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় ভর্তুকি দেওয়া যাবে না। ঋণের পুরো টাকাই শোধ দিতে হবে। এর পর থেকে মানসিক অশান্তিতে ভুগছিলেন রামস্বামী। শনিবার কীটনাশক খেয়ে তিনি আত্মহ্ত্যা করেন বলে অভিযোগ।

তবে একে আত্মহত্যার ঘটনা বলতে নারাজ পুলিশ। তাদের মতে, “মৃতদেহের সামনে থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি”। মজার কথা, যাঁরা আত্মহত্যা করেন, তাঁরা সবাই যেন সুইসাইড নোট লিখে যান।

গত এক মাসে তামিলনাড়ু জুড়ে কমপক্ষে ৪ জন চাষি আত্মহত্যা করেছেন। ঋণের টাকা শোধ না দেওয়া গত মাসে ব্যাঙ্ক এক চাষির ট্রাক্টর কেড়ে নেয়। এর পরই তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন