ওয়াশিংটন: ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান জেমস কমেকে সরিয়ে দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের বক্তব্য হিলারি ক্লিন্টনের ইমেল নিয়ে এফবিআই যে তদন্ত করছে, তাতে খুশি নয় তাঁরা। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ইমেল সংক্রান্ত বিষয়ে এফবিআই যে তথ্য দেয়, তা ঠিক নয় বলে ধারণা ট্রাম্প প্রশাসনের। তার জেরেই এই অপসারণ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তবে অন্য একটি মহলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের প্রচারে রাশিয়ার কী ভূমিকা ছিল, তা নিয়ে তদন্ত করছে এফবিআই। সে জন্যই সরতে হল কমে-কে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।