নজরে
♦ বর্ষবরণে রাতে যাদবপুরে অভিনেত্রীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৫
কলকাতা: বর্ষবরণের রাতে লেক গার্ডেন্সে ঢাকা কালীবাড়ির সামনে এক অভিনেত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় ৫জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। বন্ধুদের সঙ্গে নৈশ পার্টি থেকে ফেরার পথে ঢাকা কালীবাড়ির সামনে কয়েকজন যুবক একটি গাড়ি থেকে নেমে ওই অভিনেত্রীর সঙ্গে অভব্য আচারণ শুরু করে। অভিনেত্রীর এক বন্ধু প্রতিবাদ করলে তাকে মারধর করে ওই যুবকেরা বলে […]
কলকাতা: বর্ষবরণের রাতে লেক গার্ডেন্সে ঢাকা কালীবাড়ির সামনে এক অভিনেত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় ৫জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। বন্ধুদের সঙ্গে নৈশ পার্টি থেকে ফেরার পথে ঢাকা কালীবাড়ির সামনে কয়েকজন যুবক একটি গাড়ি থেকে নেমে ওই অভিনেত্রীর সঙ্গে অভব্য আচারণ শুরু করে। অভিনেত্রীর এক বন্ধু প্রতিবাদ করলে তাকে মারধর করে ওই যুবকেরা বলে অভিযোগ। বাধা দিতে গেলে অভিনেত্রীর শ্লীলতাহানীও করা হয়। এর পর ওই অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবার রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নজরে
গাছ পড়ে কাশ্মীরের গুলমার্গে ছিঁড়ে গেল রোপওয়ে, মৃত ৫
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের গুলমার্গে রোপওয়ের উপর গাছ পড়ে ছিঁড়ে গেল তার। প্রায় ১০০ মিটার উঁচু থেকে কেবল কারটি মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে। প্রবল হাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় আরও ১৫টি কেবল কারে পযর্টকরা আটকে পড়েন। ১৯৯৮সালে গুলমার্গে চালু হয় […]
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের গুলমার্গে রোপওয়ের উপর গাছ পড়ে ছিঁড়ে গেল তার। প্রায় ১০০ মিটার উঁচু থেকে কেবল কারটি মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে।
প্রবল হাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় আরও ১৫টি কেবল কারে পযর্টকরা আটকে পড়েন। ১৯৯৮সালে গুলমার্গে চালু হয় এই রোপওয়ে পরিষেবা। তারপর থেকে এই প্রথম কোনো দুর্ঘটনা ঘটল।
দুর্ঘটনাগ্রস্থ কেবল কারটিতে দুই শিশু সহ একটি পরিবার এবং এক গাইড ছিলেন। তারা সকলের মারা গিয়েছেন।
গুলমার্গের এই রোপওয়ের পরিষেবা বেশ জনপ্রিয়। সমুদ্রতল থেকে প্রায় ১৩,৭৮০ফুট উঁচুতে দুটি ধাপে কেবল কার ৬০০ জনকে এক ঘণ্টায় পারাপার করতে পারে।
Jammu & Kashmir: Five tourists died when a Gondola tower collapsed due to strong winds pic.twitter.com/EdQqcswlUa
— ANI (@ANI_news) June 25, 2017
নজরে
শ্রীনগর ডিপিএস স্কুলে সেনার সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি নিহত, সূত্র
শ্রীনগর: ডিপিএস স্কুলে আশ্রয় নেওয়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে অন্তত২ জঙ্গির নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। শনিবার ভোর রাতে সিআরপিএফের উপর হামলা চালানোর পর একদল জঙ্গি শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে ঢুকে পড়ে। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুরু হয়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। স্কুলের মধ্যে বেশ কয়েকজন কর্মী থাকায় প্রথম দিকে লড়াই […]
শ্রীনগর: ডিপিএস স্কুলে আশ্রয় নেওয়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে অন্তত২ জঙ্গির নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। শনিবার ভোর রাতে সিআরপিএফের উপর হামলা চালানোর পর একদল জঙ্গি শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে ঢুকে পড়ে। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুরু হয়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই।
স্কুলের মধ্যে বেশ কয়েকজন কর্মী থাকায় প্রথম দিকে লড়াই চালাতে অসুবিধা হয় সেনাবাহিনীর। পরে তাদের নিরাপদে বার করে নিয়ে গেলে, বাহিনী জোরদার আক্রামণ হানে বলে সূত্রে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। গুজব যাতে না ছড়ায় সে কারণে কাশ্মীর উপত্যকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
নজরে
ঈদ উপলক্ষে সোমবার ১২ ঘণ্টা বনধ শিথিল করল মোর্চা
দার্জিলিং: ঈদ উপলক্ষে সোমবার পাহাড়ে ১২ ঘণ্টার জন্য বনধ শিথিল করল মোর্চা। এ দিন ভোর ছ’টা থেকে সন্ধে পর্যন্ত বনধ থাকবে না বলে মোর্চা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। বনধ শিথিল হলেও পাহাড়ে অচলাবস্থার জন্য ঈদের খুশিতে কিছুটা ভাটা পড়বে বলে জানিয়েছেন পাহাড়ে মুসলিম বাসিন্দারা। ঈদের ছুটিতে অনেকে দার্জিলিঙে বেড়াতে যান। পাহাড়ে অশান্তির জন্য সেই […]
দার্জিলিং: ঈদ উপলক্ষে সোমবার পাহাড়ে ১২ ঘণ্টার জন্য বনধ শিথিল করল মোর্চা। এ দিন ভোর ছ’টা থেকে সন্ধে পর্যন্ত বনধ থাকবে না বলে মোর্চা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। বনধ শিথিল হলেও পাহাড়ে অচলাবস্থার জন্য ঈদের খুশিতে কিছুটা ভাটা পড়বে বলে জানিয়েছেন পাহাড়ে মুসলিম বাসিন্দারা।
ঈদের ছুটিতে অনেকে দার্জিলিঙে বেড়াতে যান। পাহাড়ে অশান্তির জন্য সেই পরিকল্পনাও অনেককে ত্যাগ করতে হয়েছে।
-
ক্রিকেট1 day ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ2 days ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি