খবর অনলাইন: মেয়েদের জয়জয়কার। পশ্চিমবঙ্গে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম দশের মধ্যে আটটি স্থান দখল করে নিল ছাত্রীরা। শুধু তা-ই নয়, সার্বিক ভাবে মেয়েদের সাফল্যের হারও বেড়েছে। গত বছর মেয়েদের পাশের হার ছিল ৭৪.৬৬ শতাংশ, আর ২০১৬-তে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫.০৪ শতাংশ। শুক্রবার হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ করে মাদ্রাসা পর্ষদের কর্তারা দাবি করেন, এ বারে মেয়েদের সাফল্য সর্বকালীন রেকর্ড।
হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থানটিই গিয়েছে মেয়েদের দখলে। দক্ষিণ দিনাজপুর জেলার বাসন্তী হেদায়েতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সুমনা খাতুন ৭৪৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে। প্রথমে দশে স্থানাধিকারী বাকি ছ’ জন ছাত্রী হল শবনম খাতুন (তৃতীয়, রসুলপুর হাই মাদ্রাসা, বাঁকুড়া), মুসফিকা খাতুন (চতুর্থ, আমিরাবাদ হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ), সুজানা মণ্ডল (সপ্তম,আরিজুল্লাহপুর সিদ্দিকিয়া হাই মাদ্রাসা, উত্তর ২৪ পরগনা), তৌফিকা খাতুন (অষ্টম, দারিপুর বৈশি হাই মাদ্রাসা, মালদহ), সিঞ্জিনী খাতুন (নবম,ওড়গ্রাম চতুষ্পল্লি হাই মাদ্রাসা, বর্ধমান) এবং নাসরিন সুলতানা (দশম, রাহাতপুর হাই মাদ্রাসা, উত্তর দিনাজপুর)।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।