খবর অনলাইন: মুক্তচিন্তা নিয়ে নিজের ভাবনা দলীয় নেতা-কর্মীদের কাছে স্পষ্ট করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সরকারি বাসভবনে পয়লা বৈশাখ উপলক্ষে আওয়ামী লিগের এক অনুষ্ঠানে তিনি বলেন, “ধর্মের বিরুদ্ধে কিছু লিখলে তা হয়ে গেল মুক্তচিন্তা, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গিয়েছে।”
শেখ হাসিনা বলেন, “কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনও গ্রহণযোগ্য নয়। আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, তা বরদাস্ত করব কেন ?”
তিনি আরও বলেন, “আবার এক জন কিছু লিখলে আরেক জন খুন করে প্রতিশোধ নেবে, এটা ইসলাম ধর্মে বলেনি।” হাসিনা বলেন, “বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের উপর হুমকি দেওয়া — এটা ধর্মে কোথায় বলা আছে ? যারা এ ধরনের হুমকি দেয় তারা ধর্মকে অবমাননা করে।”
বাংলাদেশে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫ জন ব্লগারকে তাদের লেখালেখির কারণে খুন করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।