খবর অনলাইন : ফরেনসিক পরীক্ষা রুখতে অনেক চেষ্টা করেছিল রাজ্য সরকার। কিন্তু শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত নারদ নিউজের স্টিং অপারেশনে ব্যবহার করা পেন ড্রাইভ, আইফোন এবং ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য হায়দরাবাদের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (সিএফএসএল) পাঠানোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে গঠিত ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে।
সরকারপক্ষের কৌঁসুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন নির্বাচনের মধ্যে নারদ কাণ্ড নিয়ে যেন কোনও পদক্ষেপ না নেয় হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট সেই আবেদনে সাড়া দিল না। হাইকোর্টের নির্দেশ, স্টিং-এর ফুটেজ প্রথম যে ল্যাপটপে নেওয়া হয়েছিল, সেই ল্যাপটপ নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল নিজে হায়দরাবাদে সিএফএসএল-এর ডিরেক্টরের হাতে দিয়ে আসবেন। কলকাতা হাইকোর্টের হেফাজতে থাকা আইফোন আর পেন ড্রাইভ দিতে যাবেন আদালতের গড়ে দেওয়া কমিটির তিন সদস্য। চার সপ্তাহের মধ্যে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে হায়দরাবাদের সংস্থাটিকে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট দেখে হাইকোর্ট পরবর্তী পদক্ষেপ নেবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।