কলকাতা তাপপ্রবাহের কবলে, পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি ছাড়াল পারদ

0

খবর অনলাইন: পূর্বাভাসকে সত্যি করে তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলা হয়। কলকাতায় যখন তাপপ্রবাহ, পশ্চিমাঞ্চলের জেলা তখন তীব্র তাপপ্রবাহের কবলে। কাল সোমবার, তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম আর পশ্চিম মেদিনীপুরে আগামী ৪৮ ঘণ্টায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা বহাল থাকছে আবহাওয়া দফতরের তরফে। শুধুমাত্র পশ্চিমাঞ্চলই নয়, তুলনায় কম গরমের উপকূলবর্তী এলাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ থেকে ৬ ডিগ্রি ওপরেই রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে স্বস্তি দিতে পারে একমাত্র কালবৈশাখী কিন্তু আগামী শুক্রবারের আগে ঝড়বৃষ্টির কোনও চিহ্নই পাওয়া যাচ্ছে না। তবে পয়লা বৈশাখের পর গরম কমার ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা যত দিন যাবে ততই স্পষ্ট হবে।

রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গরমের হিসেব:

আসানসোল – ৪৩.০ (+ ৫); বাঁকুড়া – ৪৫.১ (+৮); বর্ধমান – ৪২.৫ (+৬); ডায়মন্ড হারবার – ৩৯.৪ (+৬); দিঘা – ৩৫.০ (+৩); কৃষ্ণনগর – ৪০.২ (+৩); মেদিনীপুর – ৪১.৭ (+৫); বোলপুর – ৪২.৬ (+৬)


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন