উচ্চ মাধ্যমিকে প্রথম কলকাতার ছাত্র

0

খবর অনলাইন্: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।তবে এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কলকাতার পঞ্চসায়র শিক্ষা নিকেতনের ছাত্র স্বাগতম হালদার।  এক নজরে দেখে নিন এ বারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা।

প্রথম:

 স্বাগতম হালদার, পঞ্চসায়র শিক্ষা নিকেতন কলকাতা, প্রাপ্ত নম্বর ৪৯৫

দ্বিতীয়:

নভোনীল দেব, জেনকিন্স স্কুল, কোচবিহার, ৪৯২

সঞ্জয় সরকার, ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি,  ৪৯২

স্বর্ণাভ নন্দী, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর, ৪৯২

তৃতীয়:

নীলাঞ্জনা সাহা, আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি, ৪৯০

চতুর্থ:

দীপ্তেশ লালা, ইটাচুনা শ্রী নারায়ণ ইন্সটিটিউশন, ৪৮৯

দেবজ্যোতি চট্টোপাধ্যায়, বাঁকুড়া জেলা স্কুল, ৪৮৯

শমীক মজুমদার, সাউথ পয়েন্ট হাই স্কুল, ৪৮৯

পঞ্চম:

ঋদ্ধ ঘোষ, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা, ৪৮৮

ঋত্বিক পাল, ভাতার এম পি হাই স্কুল, ৪৮৮

নির্মাল্য ব্রহ্ম, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, হুগলি, ৪৮৮

সৌম্যদীপ দাস, সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা, ৪৮৮

অমর্ত্য চৌধুরী, সেন্ট লেরন্স হাই স্কুল, কলকাতা, ৪৮৮

ষষ্ঠ:

তহমিনা পরভিন, ক্ষুদ্ররামপুর হাই স্কুল, হুগলি, ৪৮৭

মোহনা দাস, মুগকল্যাণ হাই স্কুল, হাওড়া, ৪৮৭

দিব্যকান্তি গলুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৭

সপ্তম:

ঋতঙ্কর কুমার, কালনা মহারাজা হাইস্কুল, বর্ধমান, ৪৮৬

সুহিত কর, বীরভূম জেলা স্কুল, ৪৮৬

সৌম্যদীপ নন্দী, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া, ৪৮৬

প্রীতম কুমার সাহু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৬

সপ্তর্ষি রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৬

অষ্টম:

সব্যসাচী বসু রায়, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়,

মোনালিসা হালদার, ডায়মন্ড হারবার হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৫

অনির্বাণ পাণ্ডা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৫

শুভম সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৫

মৌসম দত্ত, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা, ৪৮৫

সোহম চক্রবর্তী, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া, ৪৮৫

শুভজিৎ সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৫

সৌমেন ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৫

কৃষ্ণ মিশ্র, হিন্দমোটর হাইস্কুল, হুগলি, ৪৮৫

তন্ময় কুমার, হুগলি কলেজিয়েট স্কুল, ৪৮৫

প্রত্যয় চন্দ, হ্যামিলটন হাইস্কুল, তমলুক, ৪৮৫।

নবম:

শুভ্রজ্যোতি নন্দী, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, ৪৮৪

অর্ক শীল, শ্রীঅরবিন্দ বিদ্যামন্দির, হুগলি, ৪৮৪

সমন্বিতা ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দির, হুগলি, ৪৮৪

সঙ্গীতা ঝা, উত্তরপাড়া গার্লস হাইস্কুল, হুগলি, ৪৮৪

চন্দ্ররাজ দত্ত, বড়জোড়া হাইস্কুল, বাঁকুড়া, ৪৮৪

রূপায়ণ সাহা, হাবড়া হাইস্কুল, উত্তর ২৪ পরগনা, ৪৮৪

সংযুক্তা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল, ৪৮৪

দশম:

অর্যমা সরকার, বালুরঘাট গার্লস হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর, ৪৮৩

শঙ্খশুভ্র মাইতি, শান্তিনগর বিদ্যামন্দির, বর্ধমান, ৪৮৩

দেবদীপায়ন পাল, তেলিপুকুর হায়ার সেকেন্ডারি স্কুল, ৪৮৩

সায়ন্তনী চক্রবর্তী, টিকরাপাড়া অম্বিকাময়ী হাইস্কুল, ৪৮৩

কৌস্তভ নারায়ণ মাইতি, সিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ, ৪৮৩

সৌভিক ঘোষ, বোলপুর হাইস্কুল, বীরভূম, ৪৮৩

কৌশিক বৈদ্য, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া, ৪৮৩

অর্ঘদীপ দাস, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৩

অনুভব দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, ৪৮৩

অরিত্র ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, উত্তর ২৪ পরগনা, ৪৮৩

সায়ন মণ্ডল, কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুল, বর্ধমান, ৪৮৩

সুমন নন্দী, আরামবাগ হাইস্কুল, হুগলি, ৪৮৩

সৌম্যকান্তি মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুল, ৪৮৩

সৌম্যদীপ মণ্ডল, বোলপুর হাই স্কুল, বীরভূম, ৪৮৩

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন