খবর অনলাইন: মদ-ব্যবসায়ীপ্রবর বিজয় মাল্যকে প্রত্যর্পণ করার জন্য ব্রিটেনের কাছে আবেদন জানাল ভারত। মাল্যর পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে ব্রিটেনকে জানিয়েছে ভারত। ৯৪০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নয়ছয় করার অভিযোগেই মাল্যর প্রত্যর্পণ চায় ভারত। দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ব্যাপারে তারা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা চালিয়ে যাবে।
বিজয় মাল্যর পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ার চার দিন পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, মাল্যর প্রত্যর্পণ চেয়ে দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে। ২০০২ সালের প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী যাতে তাঁর বিচার করা যায় তার জন্যই তাঁর প্রত্যর্পণ চাওয়া হয়েছে। বিকাশবাবু আরও জানান, ব্রিটিশ ফরেন ও কমনয়েলথ অফিসকেও বিষয়টি জানিয়ে নোট পাঠানোর জন্য ব্রিটেনে ভারতের হাইকমিশনকেও বলা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।