খবর অনলাইন: আর আমেরিকার উপর নির্ভর করতে হবে না। মাত্র এক মাস অপেক্ষা করুন। ভারত পেয়ে যাবে নিজস্ব জিপিএস ব্যবস্থা। এর জন্য প্রয়োজনীয় সর্বশেষ উপগ্রহটি শুক্রবার সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করল ইসরো।
যোগাযোগের জগতে বিপ্লব এনে দিয়েছে জিপিএস তথা গ্লোবাল পজিশনিং সিস্টেম। পাহাড় বা জঙ্গল, সমুদ্র বা মরুভূমি –- যেখানেই যাওয়া যাক না কেন, পথ হারানোর কোনও ভয় নেই। পথের সন্ধান দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে জিপিএস। যে উপগ্রহের মাধ্যমে আমরা জিপিএসের সুবিধা ভোগ করি, তার নাম হল নেভিগেশন স্যাটেলাইট। আবহাওয়ার পূর্বাভাস দিতেও এই উপগ্রহ খুব জরুরি। কিন্তু সম্পূর্ণ নিজস্ব জিপিএস ব্যবস্থা চালু করতে মহাকাশে এ ধরনের সাতটি উপগ্রহ পাঠানোর দরকার হয়। ছ’টি উপগ্রহ ভারত আগেই পাঠিয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সপ্তম তথা শেষ উপগ্রহটি পাঠানো হল। ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো জানিয়েছে, কক্ষপথে পৌঁছে এক মাসের মধ্যেই পুরোপুরি কাজ শুরু করে দেবে উপগ্রহটি। বিশ্বের অধিকাংশ দেশ যেখানে আমেরিকার জিপিএস ব্যবস্থার উপর নির্ভর করে, সেখানে ভারত পেয়ে যাবে তার নিজস্ব জিপিএস ব্যবস্থা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।