বিশ্বাসঘাতকতার অভিযোগে ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেট (আইএস) ৪০ জনকে অসামরিক ব্যক্তিকে হত্যা করে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রেখেছে। এই খবর রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনারের অফিস সূত্রে পাওয়া। উল্লেখ্য, মসুল শহর পুনর্দখলের জন্য জন্য ইরাকি নিরাপত্তা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। আইএস যাদের হত্যা করেছে তাদের লাশের ওপর লেখা ছিল, ‘ঘাতক এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর দালাল’। ইসলামিক স্টেট হামলার কাজে শিশু-কিশোরদের ব্যবহার করছে বলে দাবি রাষ্ট্রপুঞ্জের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।